মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থাকার বালুচর ইউনিয়নের কুবুদ্ধি এলাকায় টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আকবরনগর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মূর্তিমান আতংক হাসান আলীর নেতৃত্বে আক্কর আলীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক পৌনে ৪ ঘটিকার সময় বালুচর ইউনিয়নের কুবুদ্ধি এলাকায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানান এলাকাবাসী।
গুরুতর আহত আক্কর আলীর স্বজন রাজিব জানান,আকবর নগর গ্রামের হযু মাদবরের পুত্র আরফিন ব্রীকস সেন্টারের ম্যানেজার আক্কর আলী (৪০) ন্যাশনাল ব্যাংক বালুচর বাজার শাখা থেকে ২৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আকবরনগর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মূর্তিমান আতংক হাসান আলী, তার সহযোগী জামায়াত শিবিরের ক্যাডার সাজ্জাদ নুর,বুলবুল,ইমরান,শুক্কুর,নিজাম,জুয়েল,জাকির,মঞ্জিল সহ আরো কয়েকজন পথ রোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আক্কর আলীকে তার আতœীয় জাভেদ ও সাগর উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আক্কর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ওসি তদন্তের সাথে কথা বলেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজগর হোসেন মুঠোফোনে জানান ঐখানে ২টি চাঁদাবাজ পার্টি আছে তারা টেটাযুদ্ধ করে এজন্য গিয়েছিলাম। এ ঘটনা সম্পর্কে জানিনা।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে