নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর পাকাপোল এলাকার কথিত যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে পিচ্চি মিজান আবারো বেপরোয়া হয়ে উঠেছে। মাদক,সন্ত্রাস,মারামারি, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী মিজান ওরফে পিচ্চি মিজান বক্তাবলীর উত্তর গোপালনগরে ১০ লাখ টাকা চাঁদার দাবীতে লুটপাট চালিয়েছে।
এ ব্যাপারে বৃদ্ধ নুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছোট মিজান এত দূর্ধর্ষ যে আপন মামাতো বোনের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবর্ষণ করতে দ্বিধাবোধ করেননি।এ নিয়ে ব্যপক তোলপাড় সৃষ্টি হলে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়।
বর্তমানে পিচ্চি মিজান নিরীহ লোকদের চিহ্নিত করে তাদের জমিজমা দখলের অপচেষ্টা চালাচ্ছে। এই রকমই একটি ঘটনার জন্ম দিয়ে আবারো তার অপকর্ম করার ক্ষমতা জাহির করছে বক্তাবলীর গোপালনগর গ্রামের নিরীহ ৬৫ বছরের বৃদ্ধ নুরুল ইসলামের জমি দখলের চেষ্টা ও লুটপাট চালিয়ে।
এ ব্যাপারে বৃদ্ধ নুরুল ইসলাম গত ২৫ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাঠকদের জন্য অভিযোগ তুলে ধরা হলোঃ বক্তাবলীর উত্তর গোপালনগর এলাকার মৃত এলিম চাঁনের পুত্র মোঃ নুরুল ইসলাম (৬৫) বাদী হয়ে মিজানুর রহমান কে প্রধান বিবাদী করে ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়,মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের পুত্র মিজানুর রহমান, পূর্ব গোপালনগরে হযরত মিয়া,একই এলাকার খোকনের বাড়ির ভাড়াটিয়া মৃত হাকিম সরদারের পুত্র মতিউর রহমান,মধ্যনগর গ্রামের আহসান উল্লাহর পুত্র মোমেন,বরিশাল জেলার মজিবর,চর বক্তাবলীর সিপাহীপাড়া এলাকার মৃত আফাজউদ্দিনের পুত্র দেলোয়ার, পূর্ব গোপালনগরের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া মাসুদ রানা,ফরিদপুর জেলার রোস্তম ফকির গত ২৪ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১ টার সময় বাদীর সম্পত্তিতে নির্মানাধীন কাজ করতে গেলে উল্লেখিত বিবাদীগন সহ আরো ২/৩ জন হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর ২ টি বাড়ির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে উল্লেখিত বিবাদীরা বাদীর বাসার বিদ্যুৎ মিটার, সিমেন্ট, রড,ইট জোর পূর্বক গাড়ি যোগে নিয়ে যায়।
যাবার বেলা এই বলে হুমকি প্রদান করে নির্মানাধীন ২ টি জমিতে কাজ করতে হইলে নগদ ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা চাঁদা দিতে হইবে। অন্যথায় প্রানে মেরে ফেলার হুমকি দেয়।
বিবাদী নুরুল ইসলাম আরো উল্লেখ করেন আমার পুত্র মোঃ জাকির হোসেনের মুঠোফোনে মোমেন ও মাসুদ রানা পূনরায় ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।
উল্লেখিত বিবাদীরা খারাপ প্রকৃতির লোক। মাদক ব্যবসা,ভূমিদস্যুতা এবং সবধরনের খারাপ কাজের সাথে জড়িত। আমার পৈত্রিক সুত্রে পাওয়া চরবক্তাবলী মৌজাস্থিত ১৪ শতাংশ সম্পত্তি যাহার দাগ নং সিএস ১৮৭৬,১৮৪১,এসএ ১৯৩২,১৯১৯ আরএস ৭৮৮৪,৭৮৭০ আমার বনিত ২ দাগের তফসিল ভূক্ত সম্পত্তি বিবাদীরা দীর্ঘদিন যাবত বেদখল করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাননাশের হুমকি ধামকি প্রদর্শন করে আসছে।
১-৭ নং বিবাদীরা আমার বর্নিত সম্পত্তিতে ভূয়া দলিল যাহার নম্বর ৪৯১৫,তারিখ ৬/১০/১৯৯৯ ইং সম্পাদন করে। আরো যাবতীয় কাগজপত্র জালজালিয়াতি করে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করিতেছে।
বাদী নুরুল ইসলামের পুত্র জাকির হোসেন গনমাধ্যম কর্মীদের বলেন,চিহিৃত মাদক বিক্রেতা, ভূমিদস্যু,চাঁদাবাজ ও সন্ত্রাসী মিজানুর রহমান ও মতিউর রহমান কে বলেছিলাম তোমরা যদি এক শতাংশ জমি পাও আমরা আমাদের সব সম্পত্তি দিয়ে দিব।এনিয়ে থানায় বসার জন্য ওসি সাহেব তারিখ দিলেও আমরা সকল কাগজপত্র নিয়ে হাজির হলেও ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মিজানুর রহমান ও মতিউর রহমান বাহিনীর কেউ উপস্থিত হয়নি। এতে করে প্রমান হয় মিজানুর রহমান ও মতিউর রহমান আমাদের অযথা হয়রানি করছে।
এ ব্যাপারে উল্লেখিত ভূমিদস্যু,মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুজ্জামানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী বৃদ্ধ নুরুল ইসলাম।
এ ব্যাপারে পিচ্চি মিজানের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে ০১৯১৬৮৭০০** নাম্বারে একাধিক বার ফোন করা হলেও রিসিভ করেননি।