মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী সরকারী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মুজিবুল হক, রতন কর্মকার ও কুদ্দুসুর রহমান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।