লিজা:- নারায়ণগঞ্জের ফতুল্লার শাহজাহান রোলিং মিলস্ এলাকায় ট্রেনে কাটা পড়ে সেরআলম (২৬) নামের এক যুবক মারা গেছেন। বুধবার রাত পনে নয় টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সেরআলম ট্রেনের রাস্তা দিয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে গান শুনার কারনে ট্রেনে কাটা পরে মারা যায়। সেরআলম নেত্রকোনা জেলার মল্লিকপুুর গ্রামের আলাল মিয়ার ছেলে শাহজাহান রোলিং মিলস্ এলাকায় বসবাস করে। সের আলম ফতুল্লার মনোআরা মোতালেব গামেন্টের সুইং অপারেটর।