নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল খায়েরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ যোগদান করেছে।
বুধবার (২ মার্চ) বিকাল ৩ টায় চাষাড়া শহীদ মিনারে দূর্নীতি বন্ধ ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তাবলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল খায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে চাষাড়ার বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
এ ব্যাপারে আবুল খায়ের বলেন,বর্তমান অনির্বাচিত সরকারের মন্ত্রী, এমপি,সাংসদ ও দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের কারনে দ্রব্য মূল্যের দাম দিনদিন বৃদ্ধি পেয়ে চলেছে।নিন্ম ও মধ্য আয়ের মানুষ জিনিস পত্র কিনতে গিয়ে দূর্বিষহ জীবন যাপন করছে।
তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে নেমে এসেছি।আগামীতে জনগনের যে কোন স্বার্থে বিএনপির বিক্ষোভ সমাবেশ, আন্দোলনে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।