নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু নাহিদকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বক্তাবলী বাজার হতে আসামী নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
গত ১ মার্চ মঙ্গলবার বক্তাবলীর গোপালনগর গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর পুত্র মোঃ খোকন মিয়া বাদী হয়ে মারধর,ছিনতাই,হুমকি ধামকি ও চাঁদা দাবী করায় ফতুল্লা মডেল থানায় মামলা নং -৭ তারিখ ১/০৩/২০২২ ইং ধারা ৩২৩/৩৭৯/৫০৬ দঃবিঃ আইনে মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়,গোপালনগর গ্রামের মামুদ আলীর পুত্র আঃ কাদির,কাদিরের পুত্র নাহিদ,নাদিম,নিহাদ গত ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টায় বক্তাবলী বাজারস্থ কদুর চায়ের দোকানের সামনে দেখতে পেয়ে অর্তকিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল,ঘুষি,লাঠি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে পকেটে রাখা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাবার বেলা এনিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে মামলা হলে পুলিশ নাহিদ কে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে।
মামলার বাদী মোঃ খোকন মিয়া সাংবাদিকদের জানান,নাহিদ ও কাদির গংরা ধুর্ধুর্ষ সন্ত্রাসী প্রকৃতির লোক। এরা এলাকায় সন্ত্রাসী, চাদাঁবাজি, ভূমিদস্যুপনা সহ নানান ধরনের অপকর্ম করে থাকে।এদের বিরুদ্ধে কেউ ভয়ে কিছু বলতে সাহস পেতনা। ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ একনেতার নাম ব্যবহার করে চলতো।আমি সাহস করে আইনী ব্যবস্থা নিয়েছি।বাকী সকল আসামীদের গ্রেফতারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করি।