নারায়ণগঞ্জরে সোনারগাঁয়ের কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় মহাসড়ক ঘেষে সফরের জায়গায় অবৈধভাবে দেয়াল নির্মাণ করছে একটি কোম্পানি।
জানাগেছে সাম্পান নামের একটি কোম্পানি বৃহস্পতিবার সকালে তাদের লোকজন দিয়ে অবৈধ ভাবে এই নির্মান কাজ করে । পরে এলাকাবাসী বাঁধা দিলে কোম্পানির ভাড়াটে লোক নয়াবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল ওয়াহিদ ও শহিদ এলাকাবাসীর উপর হামলা করে। হামলায় রিদয় নামে একজন গুরুতর আহত হয় ।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবৈধ দেয়াল নির্মান কাজ বন্ধ করে।
এ ব্যপারে সরক ও জনপথ শিমরাইল শাখার উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণ না করার নির্দেশ দেয়া হয়েছে।