নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শীর্ষ মাদক বিক্রেতা ও মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসকে সজীবের জন্মদিন ছিল বৃহস্পতিবার (৩ মার্চ)।
মাদক বিক্রেতা হত্যা,মারামারি,চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী এসকে সজীবের জন্মদিনে স্বশরীরে উপস্থিত থেকে কেক কাটেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মহা উৎসবে কেক কেটে মাদক ব্যবসায়ী সজীবের জন্মদিন পালন করেন অতিথি বৃন্দ।
মাদক বিক্রেতা এসকে সজীবের জন্মদিনে কায়সার হাসনাত,কালাম ও নান্নুর কেক কাটার ঘটনা প্রকাশ হলে সর্বত্র ছিঃ ছিঃ রব উঠে।
জানা যায়,বৃহস্পতিবার (৩ মার্চ) সচেতন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,মঞ্চে উঠে মাদকের বিরুদ্ধে বড় বড় কথা বললে একজন শীর্ষ মাদক বিক্রেতার জন্মদিনে কায়সার,কালাম, নান্নুর মতো নেতাদের কেককাটা বেমানান। এতে প্রমান হয় উল্লেখিত নেতারা মুখে মাদকের বিরুদ্ধে কথা বললেও বুকে মাদককে ধারন করে চলেন।
নইলে সজীবের মতো মাদক বিক্রেতাদের ও তার সহযোগীদের নিয়ে কেক কাটতেননা। কায়সার,কালাম,নান্নুসহ আরো উপস্থিত ছিলেন মাদক বিক্রেতা লিয়ন,রক্সি, সাগরসহ আরো অনেকে। সোনারগাঁয়ের মাদক সম্রাট এসকে সজীবের ও তার সহযোগী লিয়ন,রক্সি,সাগরের বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও রয়েছে হেফাজত মামলার আসামি রক্সিসহ ছাত্রদলের হৃদয়।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর মুঠোফোনে (০১৭১১৫৯১৭@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
এ ব্যাপারে সোনারগাঁ নাঃগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম উজ্জীবিত বাংলাদেশকে বলেন,আমরাতো ওর বাসায় গিয়ে কেক কাটিনি। একটি মিটিং শেষে কেক কেটেছি। আমরা বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে মাদক বিরোধী বিষয়ে কান্নাকাটি করি। প্রশাসনের অন্তরালে অনেকেই মাদক ব্যবসা করছে তা আমরা কি করবো।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,সে মাদক বিক্রি করে তা আমি জানিনা। তাছাড়া ওতো আমাদের সামনে কোন মাদক বিক্রি করেনা কিভাবে বুঝবো ও মাদক ব্যবসায়ী। এসকে সজীব তো আরমান হত্যা মামলার আসামী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সজীব আরমান হত্যা মামলার আসামী না। সে মামলার আসামী সোহাগ।
উল্লেখ্য যে,একটি সুত্র হতে জানা যায়,এসকে সজীব একজন দুর্ধর্ষ খুনীও। আরমানকে গলাকেটে হত্যা করে জেলখেটে জামিনে বের হয়ে আসে। রাজনৈতিক শেল্টার নিয়ে মাদক ব্যবসা সহ নানান অপকর্ম করে বেড়ালেও ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় আইন শৃংখলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে।
নাম প্রকাশ না করে বাড়িমজলিশ এলাকাবাসী জানান,কোন কিছু না করেই কয়েক কোটি টাকার মালিক বনে গেছে সজীব। চলেন রাজকীয় বেশে, একটি হায়েস গাড়ি ও একটি প্রাইভেট কারে র মালিক সহ গড়ে তুলেছেন ব্যাংক ব্যালেন্স। চলেন নিজস্ব গাড়িতে। সবাইকে বলে বেড়ান গাড়ি ভাড়া দিয়ে চলেন। এর সত্যতাও পাওয়া যায়নি। র্যাব পুলিশের হাতে আটক হবার ভয়ে নিজ বাড়িতে না থেকে বিন্নিপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। প্রকাশ্যে বলে বেড়ান আমার বিরুদ্ধে লিখে কিছু করতে পারবেনা। পুলিশ,ডিবি পুলিশ ও র্যাব এবং রাজনৈতিক নেতারা আমার পকেটে থাকে। আমার গুরু নান্নু ভাই ও কায়ছার ভাই।