কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২জানুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় পিতা পুত্রকে প্রায় সাড়ে ৮শ’ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নবগঠিত মহিপুর সদর থানার পুলিশ আভিযান চালিয়ে আনোয়ার ও তার ছেলে মাহফুজকে ইয়াবাসহ আটক করে।
এসময় গোপন সংবাদের ভিক্তিতে মহিপুর বন্দরের তাদের বাসা থেকে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতদের শনিবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, ইয়াবাসহ আনোয়ার ও তার ছেলে মাহফুজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।





















