শহর জুড়ে অবৈধ ষ্ট্যান্ড :গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ গাড়ীর স্ট্যান্ড আর এর নেপথ্যে কাজ করছে কিছু স্বার্থান্বেষী ট্রাফিক পুলিশ। আর এর মূল নাটের গুরু হিসেবে ভূমিকা পালন করছে টিআই এডমিন একে করিম।

 

সরেজমিনে দেখা গেছে,অবৈধভাবে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের মোড়ে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, ২নং রেলগেট অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড,ডায়মন্ড হলের সামনে ইজিবাইক ষ্ট্যান্ড,ফজর আলী ট্রেড সেন্টারের সামনে সিএনজি ও ইজিবাইক ষ্ট্যান্ড,ডিআইটি গুলশান হলের সামনে অটো স্ট্যান্ড ,ম্যার্গান স্কুলের সামনে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, গলাচিপা মোড়ে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, ১নং রেলগেট বাস ও ইজিবাইক ষ্ট্যান্ড, কালীরবাজার ইজিবাইক ও অটো ষ্ট্যান্ড, চাষাড়া সোনালী ব্যাংকের সামনে সিএনজি ষ্ট্যান্ড, খাঁজা মার্কেটের পেছনে লেগুনা ষ্ট্যান্ড,চাষাঢ়া চত্বর সুগন্ধা বেকারির সামনে লেগুনা ও অটো ষ্ট্যান্ড,শহীদ মিনারের সামনে ও তার পাশে সিএনজি ষ্ট্যান্ড,রাইফেলস ক্লাবের সামনে লেগুনা,অটো ও ইজিবাইক স্ট্যান্ড,সরকারি মহিলা কলেজের সামনে সিএনজি ষ্ট্যান্ড, চাষাড়া রেলস্টেশনের সামনে অটো ও সিএনজি ষ্ট্যান্ড,শিমরাইল মোড়ে সিএনজি ও অটো ষ্ট্যান্ড,খানপুর মেট্রো হল বাস ও অটো ষ্ট্যান্ড গুলো। যার ফলে অবৈধ স্ট্যান্ডগুলোকে কেন্দ্র করে বেড়েই চলেছে অবৈধ যান অটো,ব্যাটারিচালিত রিকশা। এতে গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে শহরে যানজট।

 

এই অবৈধ ষ্ট্যান্ড গুলোতে চাঁদাবাজ সিন্ডিকেটের হোতা হিসেবে কাজ করছে ক্ষমতাসীন কিছু রাজনৈতিক নেতা ও কথিত নামধারী সাংবাদিক। তারা প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলছে। যাদের নূন আনতে পান্তা ফুরায় এই চাঁদার টাকায় তাদের অনেকেই বাড়ি-গাড়ির মালিক বনে গেছেন। এই সিন্ডিকেটের বদৌলতে বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটেও যাচ্ছে লাখ লাখ টাকা। প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধ এসব যান বন্ধ করার কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর কয়েক দিন প্রশাসন সাময়িক সময়ের জন্য পদক্ষেপ গ্রহন করলেও দুই-তিন দিন পর আবার পুরাতন অবস্থায় ফিরে আসে। অন্যদিকে এই সুযোগে দিন দিন এসব অবৈধ যানের সংখ্যা বেড়েই চলছে শহরে।যার ফলে বাড়ছে দুর্ঘটনা,প্রাণহানি আর চাঁদাবাজদের সিন্ডিকেট। সাথে পরিবহন সেক্টরের বিশৃঙ্খলাতো আছেই।
একটি সূত্র জানায় এই সব অবৈধ ষ্ট্যান্ড গুলোতে ট্রাফিক পুলিশকে অটো,মিশুক ও অটোরিকশার প্রতিটি গাড়ীর জন্য মাসিক দিতে হয় আরো ১৫০০-২৫০০ টাকা। এই মাসিক টাকা আবার ভাগ হচ্ছে দুই ভাগে। এক ভাগ যাচ্ছে কথিত সাংবাদিকদের পকেটে অন্য ভাগ যাচ্ছে ট্রাফিক পুলিশের সহকারী উপ পরিদর্শক(এএসআই)আবুল বাশারের পকেটে।

 

চাষাড়া শহরমুখী আসা গাড়ী দুই বেলা করে সকাল ৮টায় দিতে হচ্ছে ৫০টাকা ও দুপুর ১২টায় দিতে হচ্ছে ৫০ টাকা। দিনে মোট ১০০ টাকা করে দিতে হচ্ছে। অন্যদিকে,চাষাড়া,রাইফেলস ক্লাব,নারায়ণগঞ্জ মহিলা কলেজ,মেট্রো হল,মর্গ্যান স্কুল,নিতাইগঞ্জ, ২নং রেলগেইট ও ফলপট্টিতেও আলাদা আলাদা করে সকাল ৮টায় ও দুপুর ১২টায় ২০ টাকা করে ৪০ টাকা দিতে হয় পুলিশ সদস্যকে এবং এই অটো,মিশুক গুলোকে আবার শহরে দায়িত্বপ্রাপ্ত তিন রেকারের কর্মকর্তাকে মাসিক ২হাজার থেকে আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। এই টাকার কিছু অংশ দিয়ে এই তিন রেকারের কর্মকর্তারা পাঠাচ্ছে বাজার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বাসায়।

 

এই সব অবৈধ স্ট্যান্ডের গাড়ী চালকরা বলছেন,আমাদের প্রতি মাসে এখানে পুলিশকে মাসিক ১৫০০-২৫০০ টাকা দিয়ে গাড়ী রাখতে হয়।যে মাসিক টাকা না দেয় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যায় এবং জরিমানা ধরে। এছাড়াও আমাদের প্রতিদিন দুই বেলা করে ২০-৫০ টাকা করে ৪০-১০০ টাকা দিতে হয়।

 

আন্তঃজেলা গাড়ী চালকরা জানায়,নারায়ণগঞ্জ জেলা হচ্ছে একটি শিল্প জেলা। এই জেলায় দিনে শিল্প প্রতিষ্ঠানের লাখ লাখ গাড়ী প্রবেশ ও বাহির হচ্ছে। তার জন্য জেলার বিভিন্ন প্রধান সড়কগুলোর মোড়ে ট্রাফিক পুলিসকে বের হতে ও প্রবেশ করতে দিতে হচ্ছে টাকা। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা হচ্ছে অন্য সব জেলার প্রবেশ মুখ। চট্রগ্রাম,সিলেট,মুন্সিগঞ্জ,ঢাকায় যেতে হলেই নারায়ণগঞ্জ জেলা হয়ে যেতে হয়। কিন্তু আমাদের গাড়ী যখনই নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ ও বাহির হয় হাইওয়ে পুলিশকে টাকা দিয়ে ঢুকতে ও বের হতে হয়। আগে দেখতাম বিভিন্ন রাস্তায় চাঁদাবাজ থাকতো কিন্তু এখন তাদের তো দেখা যায় না কিন্তু তাদের থেকে বড় চাঁদাবাজ ট্রাফিক পুলিশই।

 

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন অবৈধ ষ্ট্যান্ড লো থেকে ট্রাফিক পুলিশ টাকা নেবার বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানায়,পুলিশ প্রশাসনের মধ্যে ট্রাফিক বিভাগের পুলিশদের কাজ ও পরিশ্রম সব সময়ই বেশি।রৌদ্র পুড়ে বৃষ্টিতে ভেঁজে ট্রাফিক পুলিশদের ডিউটি পালন করতে হয়। কিন্তু আমাদের এই ট্রাফিক পুলিশদেরই পরিশ্রম অনুযায়ী বেতন কম। পরিবার নিয়ে এই অল্প বেতনে এই সময়ে আমাদের চলা প্রায়ই দুষ্কর হয়ে উঠেছে। অনেকেই বাধ্য হয়ে বিভিন্ন গাড়ী থেকে টাকা তুলে। আবার অনেকেই অভ্যাসগত কারনে টাকা নেয়। তবে এর বড় অংশই ট্রাফিকের ইন্সপেক্টর ও এডমিনকে দিতে হয়।

 

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সড়কে অবৈধ ষ্ট্যান্ড গড়ে উঠার জন্য কোন পদক্ষেপ নিবে কিনা নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ এই বিষয়ে টিআই করিম বলেন,অপরাধ কখনো নির্মূল হয় না কিন্তু নিয়ন্ত্রন আছে। নারী নির্যাতন নির্মূল আইন আছে ? নেই কিন্তু তা নিয়ন্ত্রন করা সম্ভব। আমরা যানজট নির্মূল করতে পারবো না চেষ্টা করছি যানজট নিয়ন্ত্রনে। এতটুকু তো আমরা করতেই পারি তাদের জন্য। এই মাসে মোবাইল কোর্ট হয়েছে,কয়জন ম্যাজিস্ট্রেট এসেছে এই অটো,মিশুক,ব্যাটারিচালিত রিকশা দমনে? আমাদের কাজ যানজট নিরসনে। আমরা সেটাই করছি।

 

বিভিন্ন অবৈধ স্ট্যান্ডে গাড়ী থেকে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা টাকা তুলছে পুলিশের এই দূর্নীতির বিরোধে ট্রাফিক পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না কেনো জানতে চাইলে একে করিম বলেন,কে টাকা নিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তির দায় কখনো ডিপার্টমেন্ট নিবে না। কে টাকা নিচ্ছে না কি করছে সেটা তো আমরা দেখবো না। যারা টাকা নিচ্ছে তাদের ধরেন আপনেরা।

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় কিস্তির টাকার জন্য নারীকে কু-প্রস্তাব, ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

» চাষাড়ায় ইজিবাইক থেকে ছাত্রদল নেতা পায়েলের ব্যাপক চাদাঁবাজি!

» মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ উদ্ধার

» একাধিক মামলার আসামী হলেও মাদক সম্রাট মিঠুন ও কিলার আক্তার বহাল তবিয়তে

» ফতুল্লায় হঠাৎ বেড়েছে চোরের উপদ্রব

» বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার সদস্য পদে সানাউল্লাহ নির্বাচিত

» ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামী আওয়াল গ্রেফতার

» রামারবাগের ভূমিদস্যু আলতাফ গংদের বিরুদ্ধে জিডি

» বকশীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, খ্রিষ্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শহর জুড়ে অবৈধ ষ্ট্যান্ড :গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ জেলার প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ গাড়ীর স্ট্যান্ড আর এর নেপথ্যে কাজ করছে কিছু স্বার্থান্বেষী ট্রাফিক পুলিশ। আর এর মূল নাটের গুরু হিসেবে ভূমিকা পালন করছে টিআই এডমিন একে করিম।

 

সরেজমিনে দেখা গেছে,অবৈধভাবে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের মোড়ে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, ২নং রেলগেট অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড,ডায়মন্ড হলের সামনে ইজিবাইক ষ্ট্যান্ড,ফজর আলী ট্রেড সেন্টারের সামনে সিএনজি ও ইজিবাইক ষ্ট্যান্ড,ডিআইটি গুলশান হলের সামনে অটো স্ট্যান্ড ,ম্যার্গান স্কুলের সামনে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, গলাচিপা মোড়ে অটো ও ইজিবাইক ষ্ট্যান্ড, ১নং রেলগেট বাস ও ইজিবাইক ষ্ট্যান্ড, কালীরবাজার ইজিবাইক ও অটো ষ্ট্যান্ড, চাষাড়া সোনালী ব্যাংকের সামনে সিএনজি ষ্ট্যান্ড, খাঁজা মার্কেটের পেছনে লেগুনা ষ্ট্যান্ড,চাষাঢ়া চত্বর সুগন্ধা বেকারির সামনে লেগুনা ও অটো ষ্ট্যান্ড,শহীদ মিনারের সামনে ও তার পাশে সিএনজি ষ্ট্যান্ড,রাইফেলস ক্লাবের সামনে লেগুনা,অটো ও ইজিবাইক স্ট্যান্ড,সরকারি মহিলা কলেজের সামনে সিএনজি ষ্ট্যান্ড, চাষাড়া রেলস্টেশনের সামনে অটো ও সিএনজি ষ্ট্যান্ড,শিমরাইল মোড়ে সিএনজি ও অটো ষ্ট্যান্ড,খানপুর মেট্রো হল বাস ও অটো ষ্ট্যান্ড গুলো। যার ফলে অবৈধ স্ট্যান্ডগুলোকে কেন্দ্র করে বেড়েই চলেছে অবৈধ যান অটো,ব্যাটারিচালিত রিকশা। এতে গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে শহরে যানজট।

 

এই অবৈধ ষ্ট্যান্ড গুলোতে চাঁদাবাজ সিন্ডিকেটের হোতা হিসেবে কাজ করছে ক্ষমতাসীন কিছু রাজনৈতিক নেতা ও কথিত নামধারী সাংবাদিক। তারা প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তুলছে। যাদের নূন আনতে পান্তা ফুরায় এই চাঁদার টাকায় তাদের অনেকেই বাড়ি-গাড়ির মালিক বনে গেছেন। এই সিন্ডিকেটের বদৌলতে বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটেও যাচ্ছে লাখ লাখ টাকা। প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধ এসব যান বন্ধ করার কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর কয়েক দিন প্রশাসন সাময়িক সময়ের জন্য পদক্ষেপ গ্রহন করলেও দুই-তিন দিন পর আবার পুরাতন অবস্থায় ফিরে আসে। অন্যদিকে এই সুযোগে দিন দিন এসব অবৈধ যানের সংখ্যা বেড়েই চলছে শহরে।যার ফলে বাড়ছে দুর্ঘটনা,প্রাণহানি আর চাঁদাবাজদের সিন্ডিকেট। সাথে পরিবহন সেক্টরের বিশৃঙ্খলাতো আছেই।
একটি সূত্র জানায় এই সব অবৈধ ষ্ট্যান্ড গুলোতে ট্রাফিক পুলিশকে অটো,মিশুক ও অটোরিকশার প্রতিটি গাড়ীর জন্য মাসিক দিতে হয় আরো ১৫০০-২৫০০ টাকা। এই মাসিক টাকা আবার ভাগ হচ্ছে দুই ভাগে। এক ভাগ যাচ্ছে কথিত সাংবাদিকদের পকেটে অন্য ভাগ যাচ্ছে ট্রাফিক পুলিশের সহকারী উপ পরিদর্শক(এএসআই)আবুল বাশারের পকেটে।

 

চাষাড়া শহরমুখী আসা গাড়ী দুই বেলা করে সকাল ৮টায় দিতে হচ্ছে ৫০টাকা ও দুপুর ১২টায় দিতে হচ্ছে ৫০ টাকা। দিনে মোট ১০০ টাকা করে দিতে হচ্ছে। অন্যদিকে,চাষাড়া,রাইফেলস ক্লাব,নারায়ণগঞ্জ মহিলা কলেজ,মেট্রো হল,মর্গ্যান স্কুল,নিতাইগঞ্জ, ২নং রেলগেইট ও ফলপট্টিতেও আলাদা আলাদা করে সকাল ৮টায় ও দুপুর ১২টায় ২০ টাকা করে ৪০ টাকা দিতে হয় পুলিশ সদস্যকে এবং এই অটো,মিশুক গুলোকে আবার শহরে দায়িত্বপ্রাপ্ত তিন রেকারের কর্মকর্তাকে মাসিক ২হাজার থেকে আড়াই হাজার টাকা দিতে হচ্ছে। এই টাকার কিছু অংশ দিয়ে এই তিন রেকারের কর্মকর্তারা পাঠাচ্ছে বাজার নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বাসায়।

 

এই সব অবৈধ স্ট্যান্ডের গাড়ী চালকরা বলছেন,আমাদের প্রতি মাসে এখানে পুলিশকে মাসিক ১৫০০-২৫০০ টাকা দিয়ে গাড়ী রাখতে হয়।যে মাসিক টাকা না দেয় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যায় এবং জরিমানা ধরে। এছাড়াও আমাদের প্রতিদিন দুই বেলা করে ২০-৫০ টাকা করে ৪০-১০০ টাকা দিতে হয়।

 

আন্তঃজেলা গাড়ী চালকরা জানায়,নারায়ণগঞ্জ জেলা হচ্ছে একটি শিল্প জেলা। এই জেলায় দিনে শিল্প প্রতিষ্ঠানের লাখ লাখ গাড়ী প্রবেশ ও বাহির হচ্ছে। তার জন্য জেলার বিভিন্ন প্রধান সড়কগুলোর মোড়ে ট্রাফিক পুলিসকে বের হতে ও প্রবেশ করতে দিতে হচ্ছে টাকা। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা হচ্ছে অন্য সব জেলার প্রবেশ মুখ। চট্রগ্রাম,সিলেট,মুন্সিগঞ্জ,ঢাকায় যেতে হলেই নারায়ণগঞ্জ জেলা হয়ে যেতে হয়। কিন্তু আমাদের গাড়ী যখনই নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ ও বাহির হয় হাইওয়ে পুলিশকে টাকা দিয়ে ঢুকতে ও বের হতে হয়। আগে দেখতাম বিভিন্ন রাস্তায় চাঁদাবাজ থাকতো কিন্তু এখন তাদের তো দেখা যায় না কিন্তু তাদের থেকে বড় চাঁদাবাজ ট্রাফিক পুলিশই।

 

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন অবৈধ ষ্ট্যান্ড লো থেকে ট্রাফিক পুলিশ টাকা নেবার বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানায়,পুলিশ প্রশাসনের মধ্যে ট্রাফিক বিভাগের পুলিশদের কাজ ও পরিশ্রম সব সময়ই বেশি।রৌদ্র পুড়ে বৃষ্টিতে ভেঁজে ট্রাফিক পুলিশদের ডিউটি পালন করতে হয়। কিন্তু আমাদের এই ট্রাফিক পুলিশদেরই পরিশ্রম অনুযায়ী বেতন কম। পরিবার নিয়ে এই অল্প বেতনে এই সময়ে আমাদের চলা প্রায়ই দুষ্কর হয়ে উঠেছে। অনেকেই বাধ্য হয়ে বিভিন্ন গাড়ী থেকে টাকা তুলে। আবার অনেকেই অভ্যাসগত কারনে টাকা নেয়। তবে এর বড় অংশই ট্রাফিকের ইন্সপেক্টর ও এডমিনকে দিতে হয়।

 

নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সড়কে অবৈধ ষ্ট্যান্ড গড়ে উঠার জন্য কোন পদক্ষেপ নিবে কিনা নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ এই বিষয়ে টিআই করিম বলেন,অপরাধ কখনো নির্মূল হয় না কিন্তু নিয়ন্ত্রন আছে। নারী নির্যাতন নির্মূল আইন আছে ? নেই কিন্তু তা নিয়ন্ত্রন করা সম্ভব। আমরা যানজট নির্মূল করতে পারবো না চেষ্টা করছি যানজট নিয়ন্ত্রনে। এতটুকু তো আমরা করতেই পারি তাদের জন্য। এই মাসে মোবাইল কোর্ট হয়েছে,কয়জন ম্যাজিস্ট্রেট এসেছে এই অটো,মিশুক,ব্যাটারিচালিত রিকশা দমনে? আমাদের কাজ যানজট নিরসনে। আমরা সেটাই করছি।

 

বিভিন্ন অবৈধ স্ট্যান্ডে গাড়ী থেকে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা টাকা তুলছে পুলিশের এই দূর্নীতির বিরোধে ট্রাফিক পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না কেনো জানতে চাইলে একে করিম বলেন,কে টাকা নিচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তির দায় কখনো ডিপার্টমেন্ট নিবে না। কে টাকা নিচ্ছে না কি করছে সেটা তো আমরা দেখবো না। যারা টাকা নিচ্ছে তাদের ধরেন আপনেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD