সড়কে পুলিশের হয়রানির প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় অটো রিকশা চালকরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৮ মার্চ ) দুপুর ১২ টায় সাইনবোর্ড জেলা পাসপোর্ট অফিসের সামনে ও সাইনবোর্ড মোড়ের রাস্তায় অটো রিকশা চালকরা বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৫০০ অটো রিকশা চালক ও মালিকরা।
অটো রিকশা চালকরা জানান, বারবার প্রতিবাদ করা সত্ত্বেও সাইনবোর্ড এলাকায় হাইওয়ে পুলিশ আমাদেরকে নানাভাবে হয়রানি করছে। প্রতিনিয়ত তারা আমাদের কাছে টাকা দাবি করছে টাকা না দিলে অটো রিকশা নিয়ে যাচ্ছে।
এভাবে যদি করে হাইওয়ে পুলিশ তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই আজ আমরা হয়রানির প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছি। আমরা কিস্তি নিয়ে অটো রিস্কা কিনে চালাচ্ছি এভাবে যদি পুলিশ আমাদের অটো রিস্কার নিয়ে টাকার বিনিময় ছাড়ে তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব।
সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আর অটো রিকশা চালাবো না। তাই আজকে আমরা পুলিশের হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি তারপরও যদি আমাদের উপর পুলিশ হয়রানি করে তাহলে আমরা বড় পরিসরে বিক্ষোভের ডাক দিব।