নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি কর্তৃক নিরীহ মজিদুর রহমানের দোকান জোরপূর্বক দখল করে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে মাহমুদুর রহমান বলেন,বন্দর আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি ২ বছরের জন্য মজিদুর রহমানের দোকান মাসিক ৮ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন অফিস করার জন্য ।
২০২১ সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেলেও পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক ও অনির্বাচিত মোখিক ভাবে মনোনীত সাধারণ সম্পাদক লুৎফর রহমান জোরপূর্বক দোকানটি দখল করে রেখেছে। আমাদের নিজেদের প্রয়োজনে দোকান ছেড়ে দিতে বললেও টালবাহানা শুরু করে দিয়েছে। শুধু দখল নয় ২০২০ সালের একমাসের ভাড়া বকেয়া রয়েছে। এছাড়াও ২০২১ সালের নভেম্বর, ডিসেম্বর মাসের ভাড়া,২০২২ সালের জানুয়ারী, ফেব্রুয়ারী সহ চলতি মার্চ মাসের ভাড়া বকেয়া রয়েছে।
মাহমুদুর রহমান জানান,আমি দোকান ছেড়ে দিতে বললেও টালবাহানা শুরু করে দিয়েছে পঞ্চায়েত কমিটি। আমরা নিজেরা দোকান চালাবো।
এ ব্যাপারে আমিন আবাসিক পঞ্চায়েত কমিটি সভাপতি মোঃ মোজাম্মেল হক বলেন,আমরা সামাজিক কাজ করে থাকি। মাহমুদুর রহমান আমাদের মান সম্মান নষ্ট করছে। আমরা মালিক পক্ষ কে বকেয়া ভাড়া নিতে বলেছি। মালিক পক্ষ মাসে আরো ২ হাজার টাকা ভাড়া বেশী দাবী করেছে। এক লাখ টাকা এডভান্স দেয়া আছে।দখল করে রাখার অভিযোগ ঠিক নয়। দোকানের প্রকৃত মালিক মজিদুর রহমান। আমরা তার সাথে কথা বলেছি তিনি শুক্রবার আসবেন ভাড়া দিয়ে দিব। করোনা ও নির্বাচনের কারনে দোকান ভাড়া দিতে দেরী হচ্ছে।