রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে র্যাব-৫-এর একটি দল নগরের মতিহার থানার জাহাজঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে র্যাব-৫ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নগরের মতিহার থানার খোজাপুর এলাকার আবদুল ওহাবের ছেলে সালাউদ্দিন বাপ্পি (২৭) ও একই এলাকার আজিমুদ্দিনের ছেলে নবাব শরীফ (২৭)। তাঁরা উগ্রবাদী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে র্যাব জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া ওই ঘটনায় ৫-৭ জন সরাসরি জড়িত ছিল বলেও তাঁরা র্যাবকে জানিয়েছেন। অন্যরা পালাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এর আগে গত বৃহস্পতিবার রাতে এনআর ছাত্রাবাসের মালিক মো. নাজমুল, শিরোইল এলাকার লাবন হাসান দীপ এবং পাবনা সদর এলাকার শরিফুল ইসলাম নামের তিনজনকে গ্রেপ্তার করে নগরের মতিহার থানা-পুলিশ। শরীফুল ও দীপ এনআর ছাত্রাবাসে ভাড়া থাকেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
এনআর ছাত্রাবাসে নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র নাফিউল হক নাফিকে এলোপাতাড়ি মারপিটসহ ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তাঁর হাতে ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গত বুধবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউল হক নাফিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। এনআর ছাত্রাবাসে নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র তাঁকে এলোপাতাড়ি মারপিটসহ ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তাঁর হাতে ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তাঁদের সঙ্গে ৮-১০ জন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার নাফিউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় নাফিউলের ঘনিষ্ঠ বন্ধু শরীফুল ইসলাম বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। মামলায় রমজান ও মেসমালিক নাজমুলসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, গ্রেপ্তার সালাউদ্দিন বাপ্পী মসজিদ মিশন একাডেমি স্কুল থেকে মানবিক বিভাগে ২০১০ সালে এসএসসি পাস করেন। পরে বিনোদপুর ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ২০১২ সালে এইচএসসি পাস করেন। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে ২০১৬ সালে স্নাতক (সম্মান) করেন। বর্তমানে ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে রাজশাহী কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত। তিনি ২০১৪ সালে উগ্রবাদী ছাত্ররাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অপর আসামি নবাব শরীফ মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনিও উগ্রবাদী রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। তাঁর ভাই আবদুস সালাম (৪২) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং অপর ভাই জাহাঙ্গীর আলম (৩৫) ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।