প্রতারণা মামলায় বাবা ছেলে কে পৃথক মামলায় কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
সোমবার (১৪ মার্চ) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান রিসায়াত খান ও লিয়াকত আলী খানকে ৩ বছরের কারাদন্ড সহ নগদ অর্থ জরিমানা করেন।
আদালত সুত্রে জানা যায়, আব্দুল জলিলের পুত্র নজরুল ইসলাম বাদী হয়ে ঢাকার ৫৯/এ গ্রীন রোড এলাকার বাসিন্দা লিয়াকত আলী খানের পুত্র রিসায়াত খানের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৭৪/১৯ দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান ৪২০ ধারা মোতাবেক আসামী রিসায়াত খানকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
অপর আরেক সিআর মামলা নং- ৩৭৬/১৯, বাদী নজরুল ইসলামের দায়ের করা মামলায় বিবাদী ঢাকার ৫৯/এ গ্রীন রোড এলাকার আজিজুর রহমান খানের পুত্র লিয়াকত আলী খানকে ৪২০ ধারা মোতাবেক বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান ৩ বছরের কারাদন্ড, নগদ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য লিয়াকত আলী খান ও রিসায়াত সম্পর্কে পিতা- পুত্র।