১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষার জন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন যারা, তাঁদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার ৷তাই ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভাষার মাস। আর এই ফেব্রুয়ারি মাস আসলেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের এবং ফুল দিয়ে জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলি।
বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সারাবছর অযন্ত অবহেলায় পড়ে থাকে এই স্মৃতির মিনার। কেবল ফেব্রুয়ারি মাস এলেই এখানে চলে মৌসুমি পরিচ্ছন্নতা অভিযান। কেবল ফেব্রুয়ারি মাসে শহীদ মিনার ও ভাষা শহীদদের নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্ববোধ করেন, প্রতিবছর রচিত হয় অসংখ্য গান-কবিতা-সাহিত্য।
সরেজমিনে দেখা গেছে,নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সারাবছরই দর্শনার্থী ও বিশ্রামকাঙ্ক্ষীদের দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে শহীদ মিনারের মর্যাদা। অনেকে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন, যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ান, সেলফি তোলেন ৷ পায়ে জুতো নিয়েও অনেককে শহীদ মিনারের বেদিতে উঠে পড়তে দেখা যায়। আবার কাউকে কাউকে পরিবার নিয়ে মিনারের পাদদেশে বসে থাকতে দেখা যায় ৷ যেন শহীদ মিনার অবসর সময় কাটানোর স্থান হয়ে উঠেছে। তবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ,সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের অবসর সময় ও আড্ডা দেবার প্রধান স্থান হয়ে গেছে। প্রকাশ্যে চলে শিক্ষার্থীদের ধূমপান।এক কথায় এই তিন কলেজের শিক্ষার্থীদের ধূমপানের কেন্দ্রস্থল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। কলেজ ছুটি হলেই কলেজের শিক্ষার্থীদের আড্ডা ও ধুমপান করার স্থল হয়ে যায় মিনারটি।
অথচ ফেব্রুয়ারি মাস আসলেই ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চলে এক সপ্তাহ পরিষ্কার অভিযান, শেষ মুহূর্তের ঘষা-মাজা। অথচ ফেব্রুয়ারি গেলেই এই শহীদ মিনার যেন পড়ে থাকে অনাদর, অবহেলায়।
এছাড়াও বছরজুড়েই মিনারের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। বছরজুড়ে মিনারের পাদদেশে পাখির মল পড়ে সাদা হয়ে যায়। শহীদ মিনার চত্বরকে কেন্দ্র করে ভিতরে গড়ে উঠেছে অবৈধ ফুচকা,চটপটির ও সিগারেটের দোকান এবং বাহিরে চায়ের, ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান।এর ফলে মিনারের ভেতরে অনেকে প্রকাশ্যে ধূমপান করে, বাদামের খোসা,ফুচকা, চটপটি সহ নানা ধরনের খাবারের উচ্ছিষ্ট ফেলা হয়। পথচারীরা পথ সংক্ষেপের জন্য মিনারের পাদদেশকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। দিনে বা রাতে এই শহীদ মিনারে রাতযাপন করছে ভবঘুরেরা, কিন্তু এসব অব্যবস্থাপনা ও অবহেলা রোধে তেমন কোনও কড়াকড়ি ব্যবস্থা নেয় না এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এদিকে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের নির্দেশনায় শহীদ মিনারের আশপাশে ভবঘুরেদের অবস্থান, অসামাজিক কার্যকলাপ, মিটিং মিছিল ও পদচারণার ওপর নিষেধাজ্ঞা এবং শহীদ মিনারের একপাশে এসব নিয়ম-কানুন সম্বলিত নোটিশ বোর্ড আছে। তবে সেদিকে কারও নজর নেই।
শহীদ মিনারের সামগ্রিক বিষয়গুলো দেখভালের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিলেও স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনারে দায়িত্ব পালনের জন্য তাদের দেখা মেলে কালেভেদে। একাধিকবার সরেজমিনে গিয়েও শহীদ মিনার এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি।