নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭.৮.৯ নং ওয়ার্ড মেম্বার নিলুফা ইয়াছমিন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্বজনরা নিলুফাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন।
উভয় পক্ষের আহতরা হলেন নিলুফা ইয়াসমিন, হাজ্বী আব্দুল জলিল,নুর হোসেন সওদাগর ও কাউসার সওদাগর প্রমুখ।
এলাকাবাসী সুত্রে জানা যায়,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগরের সাথে পাশ্ববর্তী বাড়ির মালিক রানাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সকালে রানাগংরা তাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগরের লোকজন বাঁধা দেয়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে অবস্থা বেগতিক হলে এলাকার লোকজন উভয় পক্ষ কে শান্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোহেল রানা সাংবাদিকদের জানান,নুর হোসেন সওদাগরদের নিকট জমি পাওনা হই। এনিয়ে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিচার শালিশ করে দেয়। নুর হোসেনের সকল ভাইয়েরা বিচার মেনে স্বাক্ষর করে।
আজ সকালে আমাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগর সহ তার ভাইয়েরা দেশীয় অস্ত্র বগি,রামদা,পিস্তল নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালালে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমার বাবা ও কাশেম হৃদয় গুরুতর আহত হয়।
অপর দিকে নুর হোসেন সওদাগর মুঠোফোনে জানান, রানার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওদের বন্দুকের গুলিতে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমি গুরুতর রক্তাক্ত জখম হই। আমার সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।
এলাকার মাতব্বর খলিল ও রোস্তম আলী সাংবাদিকদের জানান,জমিজমা নিয়ে রানা ও নুর হোসেন সওদাগরের মধ্যে সমস্যা ছিল। আমরা বলেছি বসে এর সমস্যার সমাধান করবো। এর জন্য মারামারি কেন করতে হবে। রানা ও নুর হোসেন সওদাগর আপন চাচাতো- জেঠাতো ভাই। উভয় পক্ষ কে শান্ত থাকতে বলেছি।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।