শহর ও শহরতলীতে পুলিশের সোর্স পরিচয়দানকারী রফিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে বিভিন্ন পেশাজীবি সাধারন মানুষ।
একাধিক সুত্রে জানা যায়, দেওভোগ পাক্কারোড এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো.রফিক। এক সময়ে শহওে রিক্সা চালিয়ে জীবন-যাপন করতো। পাশাপাশি মাদক বিক্রি ও সেবন করতো। এভাবেই কয়েকবার পুলিশের হাতে আটক হয় রফিক। সেই সুবাদে সদর থানার বিভিন্ন পুলিশের সাথে সুসর্ম্পক গড়ে উঠে রফিকের। এর পর থেকে আর পেছনে তাকাতে হয়নি রফিকের। শুরু হয় বিভিন্ন মাদক স্পটে পুলিশ নিয়ে অভিযান। আবার পথের মাঝেই বিভিন্ন ব্যক্তিকে আটক করে কোমড়ে গাজাঁ কিংবা ইয়াবা দিয়ে পুলিশ ডেকে তাদেরকে আটক করে হাতিয়ে নেয় টাকা-পয়সা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ( আবগারি ) মো.আজিজের পরিচয় এবং র্যাব-১১’র সিও’র সাথে ভালো সর্ম্পক রয়েছে এমন ভীতি দেখিয়ে মাদক ব্যবসায়ী ও সাধারন মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এ সোর্স রফিক। বিভিন্ন জুয়া ও মাদক স্পটে পুলিশ কিংবা র্যাব অভিযান চালাবেনা বলেও উক্ত স্থানগুলো থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে সোর্স পরিচয়দানকারী এ রফিক।
সোর্স রফিকের বিরুদ্ধে এশাধিকবার স্থানীয় পত্রিকায় লেখালেখি হলেও থানা পুলিশের কিছু সদস্যদের সাথে সখ্যতা থাকায় তাকে গেস্খফতার করছেনা পুলিশ এমনটাই দাবী ভুক্তভোগীদের। তারা অনতিবিলম্বে পুলিশের কথিত এ সোর্স রফিকের অত্যাচার থেকে বাচঁতে পুলিশ সুপার ও র্যাবের সদয় হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।