ফেনীর পরশুরামে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মেছো বাঘটি সীমান্তের পাহাড়ি এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। আজ বিকেল পর্যন্ত বন বিভাগের কেউ সেখানে উপস্থিত না হওয়ায় স্থানীয় লোকজন মাটিতে গর্ত করে মৃত মেছো বাঘটিকে পুঁতে ফেলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ দুপুরের দিকে মেছো বাঘটিকে হঠাৎ লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। লোকজনকে চলাফেরা করতে দেখে মেছো বাঘটি কিছুটা ভয় পায়। একপর্যায়ে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে দৌড়ে সড়ক পারপারের চেষ্টা করে এটি। এ সময় পরশুরামের দিক থেকে ফেনীগামী দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মেছো বাঘটি ঘটনাস্থলেই মারা যায়।
পরশুরাম উপজেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হলে সেটি তুলে নিয়ে বনাঞ্চলে ছেড়ে দেওয়া যেত।
জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় খাবারসংকটে মেছো বাঘটি হয়তো লোকালয়ে ঢুকে থাকতে পারে। তাদের প্রিয় খাবার মাছ। মৃত মেছো বাঘটিকে মাটিতে পুঁতে স্থানীয় লোকজন ভালো কাজ করেছেন।