পবিত্র মাহে রমজান মাত্র শুরু হলো এখনো ঈদের আমেজ শুরুই হয়নি এর মধ্যেই নগরীতে বৃদ্ধি পেয়েছে রিকশা ভাড়া দ্বিগুণ। এদিকে নগরীকে যানজট থেকে মুক্ত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘অপারেশন ক্লিন স্ট্রেট’উদ্যোগ নেওয়ায় নগরীর সড়কগুলোতে অবৈধ যান(অটো,লেগুনা) প্রবেশ নিষেধ ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার সুযোগ নিয়ে রিকশাচালকেরা যাত্রীদের কাছে দ্বিগুণ ভাড়া হাঁকছেন।
সকাল থেকেই জেলার প্রধান প্রধান বিভিন্ন সড়কে সরেজমিনে ঘুরে দেখা গেছে এ চিত্র।
ভুক্তভোগীরা জানিয়েছেন,সবেমাত্র রমজান শুরু হয়েছে। এর মধ্যেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ নগরীকে যানজট মুক্ত করতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছে। এর জন্য পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই। কিন্ত এর মধ্যেই নগরীতে রিকশাচালকরা দ্বিগুন ভাড়া বৃদ্ধি করে ফেলেছে। তবে এই সুযোগে ২০ টাকার ভাড়া এখন ৪০ টাকা হয়ে গিয়েছে। প্রতিবার ঈদের ফাঁকে স্থানীয় বাসিন্দা এমন দুর্ভোগে পড়তে হয়। কিন্তু সবেমাত্র রমজান শুরু হয়েছে। আজ ৪র্থ রোজা এখনই এ ধরনের অরাজকতার অবসানে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন বলে নগরবাসীর অভিমত।
নারায়ণগঞ্জ নগরের কয়েকটি এলাকার লোকজন জানিয়েছেন, নারায়ণগঞ্জের প্রায় ৯০ শতাংশ রিকশাচালকই জেলার বাইরের বাসিন্দা। এদের অধিকাংশই ঈদের সময় বাড়িতে চলে যান। ঈদের পর অনেক চালকই আরও অন্তত দুই সপ্তাহ ছুটি কাটিয়ে নারায়ণগঞ্জ নগরে ফেরেন। কিন্তু নগরীতে পুলিশ যানজট নিরসনে কঠোর ভূমিকা পালন করায় অবৈধ যান অটো প্রবেশ করতে না পারায় রিকশার অপ্রতুলতার সুযোগ নিয়ে নগরীতে রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে নগরের চাষাড়া মোড়ে এক রিকশাচালকের সঙ্গে এক যাত্রীকে বাগবিতন্ডায় লিপ্ত হতে দেখা যায়। জানা যায়,আনিসুর রহমান নামের ওই যাত্রী নগরের কালিবাজার থেকে চাষাড়া এসেছেন। এ দূরত্বের ভাড়া ২০ টাকা। অথচ রিকশাচালক আনিসুরের কাছে ৪০ টাকা দাবি করছেন। এ নিয়েই চালক ও যাত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। অবশেষে যাত্রী ৩০ টাকা চালককে দেন।
ক্ষুব্ধ আনিসুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘এটা কোনো কথা হলো? ২০ টাকার দূরত্বের ভাড়া আমাকে দ্বিগুণ দিতে হলো। এখনো ঈদের আমেজই শুরু হয়নি এর মধ্যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় নগরবাসীকে।
আনিসুরকে নিয়ে আসা আসলাম মিয়া নামের ওই রিকশাচালক জানান, শহর ফাঁকা। রিকশার অভাব রয়েছে। এতে অনেক যাত্রীই রিকশাচালকদের ভাড়া বেশি দেন। কিন্তু তিনি (আনিসুর) বেশি ভাড়া দিতে চাচ্ছিলেন না। এ নিয়েই তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের নতুন কোর্ট,চাষাড়া,কলেজ রোড,কালিবাজার,খানপুর,২নং রেলগেইট,ডিআইটি,মন্ডলপাড়া,খানপুর,বন্দরঘাট,ডনচেম্বার এলাকায় ঘুরে দেখা গেছে, নগরে অল্পসংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি যাতায়াত করছে। রিকশাচালকেরা দ্বিগুণ-আড়াই গুণ বেশি ভাড়া দাবি করছেন বলে নগরবাসী অভিযোগ করেছেন।
নগরীর জামতলা এলাকার বাসিন্দা হাসিনা বেগম বলেন,শহরে অটো ও ইজিবাইক কম। তাই রিকশকচালকদের দাবি করা ভাড়ায় বাধ্য হয়েই গন্তব্যে যেতে হচ্ছে। কারণ, কোনো চালকই বেশি ভাড়া ছাড়া যাচ্ছেন না। রিকশাসংকটের কারণে এসব চালক উদ্দেশ্যমূলকভাবে নগরবাসীকে জিম্মি করার মতোই অতিরিক্ত টাকা দাবি করছেন। বিকল্প না থাকায় অনেকটা বাধ্য হয়েই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকায় গন্তব্যে যেতে হচ্ছে।’ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নাগরিক দুর্ভোগের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখলে চালকেরা এতটা বেপরোয়া হতে পারতেন না বলে তিনি জানিয়েছেন।
এমন হাজারো নগরবাসীর একটাই দাবী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন রিকশাচালকদের দ্বিগুণ ভাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার। যাতে ন্যায্য ভাড়া দিয়েই নগরবাসী চলাচল করতে পারে এবং রিকশাচালকদের দ্বিগুণ ভাড়ার জিম্মি থেকে মুক্তি পায়।





















