নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার কানাইনগর গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমানের গেজেট বাতিল করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।
২৪ মার্চ বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে মতিউর রহমানের গেজেট বাতিল বলে ঘোষনা করে।
একটি সুত্র হতে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধি শাখার স্মারক নং-৪৮০০০০০০০০৪.৩৭.০০১.২২.৫০৩ তারিখ ১০/৩/২০২২ এর প্রজ্ঞাপন মূলে এবং জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিলের ৭৮ তম সভার সিদ্ধান্ত মোতাবেক মোঃ মতিউর রহমান পিতা মৃত হাফেজ মোহাম্মদ হোসেন উপজেলা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ এর নামে ইস্যুকৃত বেসামরিক গেজেট নং- ১০৫৮ বাতিল করা হলো।
জানা যায়,২০১৮ সালের ৪ অক্টোবর ও একই সালের ২৩ নভেম্বর মতিউর রহমান কে নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়া সত্বেও হাজির হননাই। মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে কোন যুদ্ধে অংশ নেন নাই। মুক্তিযোদ্ধা সংজ্ঞা অনুসারে তিনি মুক্তিযোদ্ধা নন। তার সনদ ও গেজেট বাতিলের জন্য জামুকার সভায় পেশ করা হয়। সে সভার সিদ্ধান্ত মোতাবেক মতিউর রহমানের সনদ নং- নং- ম- ৯৬৭১০ বাতিল করা হয়েছে।