ব্যবসায়িক লেনদেন বিষয়কে কেন্দ্র করিয়া আমার সহিত শত্রুতা বশত খরিদকৃত গার্মেন্টস এর ফেব্রিক্স আনিতে গেলে পূর্ব হইতে ওৎ পেতে থাকা বিবাদীগণ দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে সু-সজ্জিত হইয়া আচমকা হামলা চালিয়ে বাবুল ও রনিগং কর্তৃক জহির ও তার ভাইকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ( ১০ এপ্রিল ) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত জহির ফতুল্লা মডেল থানায় একটি লিখিভ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তে রয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.হুমায়ুন কবীর-২।
অভিযোগ সুত্রে জানা যায়, শহরের জামতলা এলাকার মৃত.মো.আলী হোসেনের ছেলে মোঃ জহিরের সাথে ব্যবসায়িক লেনদেন বিষয়কে শত্রুতা রয়েছে। রবিবার দুপুর দেড়টায় ভূইগড়স্থ কে.এম.এস গার্ডেন এর পিছন থেকে আমার চাচা মোঃ জাকির হোসেন এর খরিদকৃত গার্মেন্টস এর ফেব্রিক্স আনিতে গেলে পূর্ব হইতে ওৎ পেতে থাকা বিবাদীগণ দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে সু-সজ্জিত হইয়া আচমকা আমার এবং আমার ভাই মোঃ ইসমাইল এর চলার রাস্তার গতি রোধ করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করিতে থাকে বাবুল মিয়া ও রনি। এসময় আমি বিবাদীদেরকে গালি গালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগণ জেদের বর্শ্ববর্তী হইয়া আমাকে ও আমার ভাই মোঃ ইসমাইল কে এলোপাথারি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। শুধু তাতেই ক্ষান্ত না হইয়া আমাকে হত্যা করিবার উদ্দেশ্যে বিবাদী বাবুল মিয়ার সাথে থাকা তাহাদের অজ্ঞাতনামা সহযোগীদের মধ্যে একজনকে নির্দেশ প্রদান করিলে অজ্ঞাত নামা এক বিবাদী মোটা কাঠের ডাশা দিয়া আমার মাথা বরাবর সজোরে আঘাত করিলে বিবাদীর করা আঘাত আমার মাথার বা দিকে লাগিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে। এসময় বিবাদীগণ আমার সাথে থাকা ফেব্রিক্স ক্রয় করার নগদ ৩,৭০,০০০ টাকা এবং আমার ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন ছিনাইয়া নেয়, যাহার মূল্য-৩০,০০০ টাকা। এসময় আমি ডাক চিৎকার শুরু করিলে আমার ভাই বিবাদীদের হাত হইতে আমাকে উদ্ধার করিবার জন্য আগাইয়া আসিলে বিবাদীগণ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতঃ জোর পূর্বক টানা হিচড়া করিয়া ভূইগড়স্থ কে.এম.এস গার্ডেন এর পিছন এর একটি খালি গোডাউনে আটকাইয়া রাখে। পরবর্তীতে আমার চাচা মোঃ জাকির হোসেন খবর পাইয়া জাতীয় সেবা ৯৯৯ ফোন করিলে ফতুল্লা থানার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমি ও আমার ভাই উদ্ধার প্রাপ্ত হইয়া নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করিয়া কোন এক প্রকার সুস্থ বোধ করিলে বিষয়টি নিয়া পারিবারিক ভাবে আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ করি।