ফতুল্লার প্রধান প্রধান সড়কে কমিউনিটি পুলিশের নামে যানবাহনগুলো থেকে ব্যাপক চাঁদাবাজিতে মত্ত হয়েছে একটি চাঁদাবাজ চক্র। যার ফলে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন সড়কের পাগলা বাজার, পঞ্চবটি ও জালকুড়ি সহ আশপাশের এলাকার রোডগুলোতে নিত্য যানজট সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে সোমবার ১১ এপ্রিল গিয়ে দেখা যায়, পাগলা বাজারের সড়কে এবং কুতুবপুর প্রবেশ মুখে কমিউনিটি পুলিশের পোষাক পড়া কর্মীরা হাতে লাঠি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থেকে বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের চাহিদা মতো টাকা উত্তোলন করছে। একটি বড় আকৃতির ট্রাক পথিমধ্যে থামিয়ে টাকা উত্তোলন করায় পেছনে আসা অন্যান্য গাড়িগুলো থামানো থাকার ফলে ধীরে ধীরে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন রুটে চলাচলকারী ব্যাটারী চালিত ইজিবাইক থেকেও ২০/৩০ টাকা হারে চাঁদা তুলছে কমিউনিটি পুলিশের পোষাক পড়া চাঁদাবাজরা। কোন গাড়ির চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ির চাবিগুলো হাতিয়ে নিয়ে গাড়ি সাইড করে রাখা হয়।
প্রকাশ্যেই বিভিন্ন গাড়ী থেকে আদায় করা হচ্ছে চাঁদা। পাগলা বাজার, পঞ্চবটি ও জালকুড়ি সহ আশপাশে এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দৈনিক ৩/৪ লাখ টাকা চাঁদাবাজি করছে একটি চক্র। অতি স¤প্রতি র্যাবের অভিযানে ছয়জন গ্রেফতার হলেও তারা মূলত বেতনভুক্ত কর্মচারী। মূলত পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বহুল বিতর্কিত সেক্রেটারি বাচ্চু সহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম চাঁদাবাজির নেপথ্যে রয়েছেন।
এলাকাবাসী জানায়, শিল্পাঞ্চল হিসেবে পাগলা অঞ্চলটির আলাদা গুরুত্ব রয়েছে। রড, ইট, বালু, সিমেন্ট ও গার্মেন্ট ব্যবসার জন্য প্রসিদ্ধ ওই এলাকার জনগণ ও ব্যবসায়ীরা চাঁদাবাজদের দৌরাত্ম্যে অসহায়। বহিরাগত বড় আকারের ট্রাক, কাভার্ড ভ্যানসমূহ দ্রুত ও সহজে গন্তব্যে যেতে পাগলা-পঞ্চবটি ও জালকুড়ি সংযোগ সড়কটি ব্যবহারে উদগ্রীব থাকে৷ আর সেই সুযোগটিই নিচ্ছে পাগলা এলাকার জাহাঙ্গীর-বাচ্চু সহ জসিম গং, জালকুড়ি এলাকার সাইদুল সহ তার সহযোগীরা ও পঞ্চবটি এলাকার থানা কৃষকলীগের সভাপতি মোঃ হানিফ এবং সহিদ গং।
বিশ^স্ত সূত্রে জানা যায়, তবে চাঁদাবাজি ¯্রফে ট্রাক ও কাভার্ড ভ্যানেই সীমাবদ্ধ নয়। পঞ্চবটি রুটের মুন্সীগঞ্জের প্রবেশ মুখে থানা কৃষকলীগের সভাপতি মোঃ হানিফ এবং সহিদ গং ফুটপাতে ২০/৩০টি দোকান বসিয়ে দৈনিক ১০০/১৫০ টাকা চাঁদাবাজি করছে। পাগলার প্রধান সড়ক সংলগ্ন ফুটপাতের শতাধিক দোকান থেকে জাহাঙ্গীর-বাচ্চু গং দৈনিক গড়ে একশো টাকা করে চাঁদাবাজি করে।
এমনকি যানজট নিরসনের অজুহাতে বিভিন্ন মিল-কারখানা থেকে চাঁদাবাজির অভিযোগও এই সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিনের। প্রকাশ্যে সংগঠিত এই অপকর্মের বিরুদ্ধে টু শব্দটি উচ্চারণের সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটো চালকের সাথে কথা বলে জানা যায়, বড় ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো অর্থের বিনিময়ে প্রবেশ করতে দেওয়া হয় ব্যস্ততম এ সড়কগুলোতে। এতে করে যানজট দীর্ঘদিন যাবতই এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ কর্মঘণ্টা।
বিশস্ত কয়েকটি সূত্র থেকে জানা যায়, প্রতিটি ট্রাক থেকে একশো থেকে দেড়শো টাকা অবধি জোরপূর্বক আদায় করে থাকে চাঁদাবাজ চক্রটি৷ তাদের নিয়োজিত লাইনম্যানেরা রাস্তার মাঝে গাড়ি থামিয়ে প্রকাশ্যে অর্থ গ্রহণ করে মূলহোতাদের নিকট পৌঁছে দেয়।
এ কমিউনিটি পুলিশকে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাজার কমিটির পক্ষ থেকে যানজট নিরসনের জন্য রাখা হয়েছে।
পাগলা বাজার সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাচ্চুকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি মোঃ হানিফ বলেন, এগুলা একেবাওে মিথ্যা কথা। এগুলা আমি করিনা। এগুলা আজিজুল নামের একজনে করে। এ সম্পর্কে থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল ও সেক্রেটারি শওকত আলী জানেন।