নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল স্থগিত হওয়ায় তীব্র নিন্দার ঝড় বইছে পুরো গোগনগর ইউনিয়ন জুড়ে।
ইফতার মাহফিল ও স্মরন সভা স্থগিত করার পিছনের মূল হোতা গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী।
এ নিয়ে তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ অডিটোরিয়াম অসম্পূর্ণ হওয়ায় স্কুল মাঠে ইফতার মাহফিল ও স্মরন সভা করার অনুমতি প্রদান করেন।
কিন্তু বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজর আলীর নির্দেশে তার পালিত ক্যাডার নাজির হোসেন ফকির, রফিক মেম্বার ও আনোয়ার হোসেন ফকির গংরা প্যান্ডেল নির্মাণ করতে বাঁধা প্রদান করে এবং খুটি উপড়ে ফেলে।
এ বিষয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম নাজির হোসেন ফকির, রফিক মেম্বার ও আনোয়ার হোসেন ফকিরের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এছাড়াও গত বুধবার জেলা প্রশাসক, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অপর দিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্বেও আওয়ামী লীগের ইফতার মাহফিল ও স্মরন সভা স্থগিত হওয়ায় পিছনের মূলহোতা ফজর আলীকে নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব বলেন,ফজর আলীর উচিত হয়নি বাঁধা দেয়ার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আলী মিয়া সরকার বলেন,এটা আমাদের জন্য লজ্জার বিষয়। দল ক্ষমতায় থাকতেই ইফতার মাহফিল ও স্মরন সভা করতে পারলামনা।
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,ফজর আলী বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষক। তার নির্দেশে তার পালিত ক্যাডার নাজির,রফিক মেম্বার গং বাঁধা দিতে সাহস পেয়েছে। ফজর আলীর পরিবার আগে থেকে জামায়াত বিএনপির সাথে জড়িত। এখনো ফজর আলীর সাথে বিএনপি জামায়াতের লোক চলাচল করে। ফজর আলীর কত বড় সাহস ইফতার মাহফিল ও স্মরন সভা বাঁধা দেয়।উপর মহলে জানানো হয়েছে।
গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার বলেন,আমাদের সকল প্রস্তুতি সম্পর্ন ছিল। শুধু প্যান্ডেল বাকি ছিল। আমরা অনুমতি নিয়ে স্কুলে প্যান্ডেল করতে যাই। জামায়াতের পৃষ্ঠপোষক ফজর আলীর নির্দেশে বাঁধা প্রদান করায় ইফতার মাহফিল ও স্মরন সভা স্থগিত করা হয়েছে।
আমরা ফজর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে জোর দাবী জানান।