সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় কয়েকটি মুদিদোকান তালাবদ্ধ করে দিয়েছে একদল সন্ত্রাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশে ধর্ণা দিয়েও দোকান চালু করতে পারছেনা ভুক্তভোগী দোকানীরা। রমজান মাসে দোকান বন্ধ থাকায় দোকানীরা পরিবার পরিজন নিয়ে অসহায় ও মানবেতরভাবে দিন কাটাচ্ছে। স্থানীয় নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপনের মদদে সন্ত্রাসীরা দোকান তালা বদ্ধ করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী দোকান মালিক জানায়, আদমজী কবরস্থান রোডের বায়তুল আমান জামে মসজিদের পাশে তুহিন ঢালী এক যুগ ধরে তার নিজের বাড়ীর পাশে নিজস্থ জমিতে একচালা কয়েকটি দোকান নির্মাণ করে নিত্যপণ্যের মুদি ব্যবসা করছে।
তিনি জানান, সম্প্রতি পরিচিত ও অপরিচিত কয়েকজন ব্যক্তি তার দোকানগুলো দখল নেওয়ার পাঁয়তারা করছিল। গত ১ এপ্রিল আমার অনুপস্থিতে স্থানীয় সন্ত্রাসীরা আমার দোকানের লোকজনকে বের করে দিয়ে তালা মেরে দোকান বন্ধ করে দেয়। সন্ত্রাসীদের ভয়ে আমি উক্ত তালা ভেঙ্গে দোকান চালু করতে পারছিনা। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরও তিনি পদক্ষেপ নেননি। উপায় না পেয়ে থানায় পুলিশের নিকট অভিযোগ করি। স্থানীয়দের অভিযোগ কাউন্সিলর রিপনের মদদে এক দল সন্ত্রাসী এ কাজ করেছে। কাউন্সিলর বিষয়টি সুরাহা না করায় মুদিদোকানীরা অসহায় দিন কাটাচ্ছে।
এদিকে থানার উপ-পরিদশর্ক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে বিষয়টি কাউন্সিলর মিজানুর রহমান রিপনকে সুরাহা করতে বলেন।
এ বিষয়ে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন জানান, তুহিন ঢালী সরকারী জমিতে দোকান বসানোর কারনে স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটায় দোকানে তালা মেরে বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, তুহিন ঢালীর দাবি করা জমির কাগজপত্র সঠিক নয়।