ইফতার বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মহানগর যুবদল আয়োজিত ইফতার পার্টিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর খানপুর বরফকল এলাকায় একটি ইকোপার্কে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা এ ইফতার পার্টিতে অংশ নেন।
যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, আলোচনা সভা চলাকালীন সময় ইফতারের দশ পনের মিনিট আগে ইফতার বিতরণকে কেন্দ্র করে যুবদল নেতা হিমেল গ্রুপের সমর্থকদের সাথে মনির গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুই গ্রুপের ২০/৩০ জনের মধ্যে হয় তুমুল হাতাহাতি হয়। ফলে অনুষ্ঠানে তীব্র উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের এলোপাথাড়ি ঘুষি, লাথি ও মারামারিতে আহত হন অন্তত দশজন নেতাকর্মী। পরবর্তীতে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।