নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলে একটি গোডাউনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শনিবার(৩০ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজারের মাসুম মার্কেটের বাবু ট্রেডার্স নামক একটি কাচামালের গোডাউনে অভিযান চালিয়ে তিনট প্লাস্টিকের বস্তায় ভিতরে থাকা বিশঁ কেজি গাঁজা উদ্ধার করা হয।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাবু ট্রেডার্সের মালিক মোঃ বাবুল ওরফে বাবু(৩০) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত বাবু ট্রেডার্সের মালিক মোঃ বাবুল ওরফে বাবু ফতুল্লা থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোঃ হাবিবুল্লার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির(২) সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলাইল গেদ্দার বাজার মাসুমের মার্কেটের ভাড়াটিয়া বাবুল ওরফে বাবুর মালিকানাধীন বাবু ট্রেডার্স নামক কাচামালের গোডাউনে অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা কস্টেপ পেঁচানো পাঁচটি প্যাকেটে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন( ২) জানায়, ঘটনায় থানায় মামলা হয়েছে।পলাতক আসামী গোডাউন মালিক বাবু কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।