ফয়সাল আহমেদ : ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ২৬ই মে ২০২২ইং রোজ বৃহস্পতিবার সময় দুপুর ১২ঘটিকা ইভটিজিং মাদক কিশোর গ্যাং দমনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল নারায়ণগঞ্জ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিয়াজুল হক দিপু অফিসার ইনচার্জ ফতুল্লা মডেল থানা আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল আউয়াল ইউ পি সদস্য প্যানেল চেয়ারম্যান ফতুল্লা ইউনিয়ন পরিষদ। জনাব আঃ বাসেত রতন বিশিষ্ট ব্যাবসায়িক।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্বকরেন জনাব ছিদ্দিকুর রহমান, সভাপতি ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান সহকারী প্রধান শিঃ জনাব খন্দকার ইউনুস সহ সকল শিক্ষক মন্ডলী অভিভাবক ছাত্র ছাত্রছাত্রী বৃন্দু স্থান ও আয়োজনে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়।
তাং২৬ই মে ২০২২ইং রোজ বৃহস্পতিবার সময় দুপুর ১২ঘটিকা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি মাদক ইভটিজিং কিশোর গ্যাং কালো বাজারী মাস্তানি এদের সাতে কোন প্রকার আপোষ নাই মাদক ছারুন নছেদ এলাকা ছারুন।
অতিরিক্ত পুলিশ সুপার অভিভাবকদের বলেন আপনি আপনার মেয়ের হাতে মোবাইল দিবেন না এবং ছেলেদের মোটরসাইকেলে কিনে দিবেননা।পুলিশ জনগনের সেবক।পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে তাহলে আপনার এলাকায় মাদক ইভটিজিং কিশোর গ্যাং সনত্রাস চুরি ছিনতাই থাকবেনা সবার কাছে আমার মোবাইল নাম্বার দিয়ে গেলাম কোন প্রকার অপরাধ মুলক কর্ম কান্ড দেকলেই আমাকে ফোন দিবেন দেকবেন পুলিশ হাজির।