অবশেষে জেলার শহর ও শহরতলীর আলোচিত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ফতুল্লার চানমারী এলাকার মাদক সম্রাজ্ঞী এক ডজনের ও বেশী মাদক মামলার আসামী মোসাম্মৎ রুমী আক্তার ওরফে রুমী(৩৫) কে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তার ওরফে রুমী জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বিরপাকের দেহ গ্রামের মুক্কার মেয়ে ও ফতুল্লা থানার তল্লা সবুজ বাগের সুমনের বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া লেবু মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (২৬মে) তাকে ফতুল্লা থানার তল্লা সবুজবাগস্থ সুমনের বাড়ীর ৪র্থ তলার এফ-৪০৪ নং ফ্ল্যাট থেকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ত্রিশ গ্রাম (৩০০ পুরিয়া)হেরোইন সহ মাদক বিক্রির ১৯ হাজার ৭ শত টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়নগঞ্জে “ক” সার্কেলের উপ-পরিদর্শক সুরাইয়া আক্তার,সহকারী উপ-পরিদর্শক ও মোঃ মাহাফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৫ টার দিকে তল্লা সবুজবাগস্থ গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তারের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিমতে সোকেসের ড্রয়ারে রাখা ৩০ গ্রাম(৩শত পুরিয়া) হেরোইন সহ হেরোইন বিক্রির ১৯ হাজার ৭শত টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকর গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী স্বীকার করে ফতুল্লা থানার নয়ামাটি এলাকার অপর মাদক সম্রাজ্ঞী পারভিন ওরফে নাইট পারভিন তাকে প্রতি সপ্তাহে ৫ লক্ষাধিক টাকার হেরোইন প্রদান করে। গত একদিন পূর্বে হেরোইন বিক্রির তিন লাখ টাকা পরিশোধ করেছে এবং দুই লাখ টাকা বাকী রয়েছে।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তার ও অপর মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন পলাতক আসামী দেখিয়ে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা দায়ের সহ গ্রেফতারকৃত রুমী আক্তার কে ফতুল্লা থানায় সোপর্দ করেছে।