নারায়ণগঞ্জের ফতুল্লায় ২ কেজি গাঁজা ও নগত ৩০ হাজার ৬শত ৪০টাকা সহ মাদক ব্যবসায়ী চিহ্নিত মাদক সম্রাজ্ঞী লাকি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) দিবাগত রাত পনে ১টার দিকে ফতুল্লার দক্ষিন সেহাচর ইয়াদ আলী মসজিদ এলাকা থেকে এই চিহ্নিত মাদক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) ইমানূর জানান , লাকী আক্তার এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিন সেহাচরসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে। একাধিকবার তাদের পরিবারের সদস্যতের মাদকসহ গ্রেফতার হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পরে তারা তাদের মাদক ব্যবসা শুরু করে। আমরা শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে তিনি দক্ষিণ সেহাচর লাকির বাড়িতে মাদক আছে। আমরা তার বাসায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাঁ ও মাদক বিক্রির নগত ৩০ হাজার ৬`শ ৪০ টাকাসহ মাদক সম্রাজ্ঞী লাকি বেগমকে আটক করি। ও তান বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ফতুল্লা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।