নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের রসুলপুর বাগানবাড়ি এলাকায় ৩০ শে মে রাত ১০ টায় এক কেজি গাঁজাসহ হাসান নামের এক কিশোরকে আটক করে জনতা। পরে থানায় ফোন করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত কিশোর হাসান বউ বাজার এলাকার আকবর সাহেবের বাড়ির ভাড়াটিয়া সুলতান মিয়ার ছেলে।
রসুলপুর বাগানবাড়ি সংলগ্ন আজহার মিয়ার গলির ভিতর থেকে একটি বস্তা নিয়ে বের হওয়ার সময় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে বস্তা খুলে গাঁজা দেখতে পেয়ে জনতা তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় ফোন করে ওসি শেখ রিয়াজুল ইসলাম দিপু কে জানালে কিছুক্ষণের মধ্যেই ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন (২) সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ কেজি ৮০০ গ্ৰাম গাঁজাসহ কিশোর হাসান কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।