রূপায়ণ টাউন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে রুপায়ন টাউনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ৭৮৪ টি ফ্লাটের মালিকরা ৩ জুন শুক্রবার জুম্মার নামাজের পর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন গতকাল ২ জুন গ্যাসের বকেয়া বিল পরিশোধ না করার কারণে নারায়ণগঞ্জ তিতাস ট্রান্সমিশন একসাথে ৭৮৪ টি ফ্ল্যাটের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে যার ফলে গতকাল থেকে আমাদের রান্না বন্ধ রয়েছে আমাদের শিশুরা ও কাল থেকে না খেয়ে আছে। আমরা প্রতি মাসে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করার পরেও রুপায়ন কর্তৃপক্ষ কেন গ্যাসের বিল পরিশোধ করেন নাই। আমরা তিতাসের কর্মকর্তাদের দোষারোপ করছি না কারণ তারা যা করেছেন আইন মোতাবেক করেছেন।
রুপায়ন কর্তৃপক্ষের কিছু দুর্নীতিবাজ দালালদের কারণে আজকে দুইদিন যাবত আমাদের কে না খেয়ে থাকতে হচ্ছে আমরা তা মেনে নিতে পারিনা। প্রায় ১২ বছর যাবত রূপায়ণের দুর্নীতিবাজ দালালদের অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কিন্তু আর না আমরা এর সমাধান চাই। আমরা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি গ্যাস ও বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত আমাদের নামে করে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এবং এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনরকম সার্ভিস চার্জ দিব না।
এ বিষয়ে রুপায়ন কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্যে বারবার চেষ্টা করেও সম্ভব হয়নি।
এসময় উপস্থিত ছিলেন রুপায়ন অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মমিন মিয়াজী, মাওলানা আব্দুস সালাম, আব্দুস সামাদ শিকদার মোঃ মিজানুর রহমান,, মাহবুবুর রহমান হিরু, এনামুল হক, মাওলানা সালাম, মাওলানা মোখলেছুর রহমান, সহ এসোসিয়েশনের সকল কর্মকর্তাবৃন্দ ও রুপায়ান টাউনে এ বসবাসরত ফ্ল্যাটের মালিকরা।