নারায়ণগঞ্জে ২ নং বাবুরাইল এলাকায় স্বামী ও ভাসুরের হাতে খুন হয়েছে নুরতাজ (২৬) নামের এক যুবতি। নিহত যুবতি ওই এলাকার মোঃ শামসুল হক এর একমাত্র কন্যা।
শুক্রবার (৩ জুন) সকাল ৬টায় মোঃ শামসুল হক এর নিজ বাড়ি থেকে তার একমাত্র কন্যা নুরতাজ এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানয় পুলিশ।
পরে এলাকাবাসীর সহযোগিতায় মৃত নুরতাজ এর স্বামী আউয়াল(৩৩) ও তার ভাসুর ফজলুর রহমান (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মৃত নুরতাজ এর ভাই মোঃ আয়ান বাদী হয়ে সদর মলে থানায় একটি মামলা দায়ের করেন।
মৃত নুরতাজ এর ভাই মোঃ আয়ান জানান, বিগত অনেকদিন যাবত আমার বোন জামাই বিদেশ থেকে বাংলাদেশে আসে কিন্তু সে কোন কাজকর্ম করেনা। আমার আব্বা আমাদের বাসায় তাদের থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেন, কিন্তু দিন দিন আমার বোন জামাই আমার বোনকে টাকা-পয়সার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। আমরা এর আগে অনেকবার এ নিয়ে বিচার করেছি।
আজ সকাল আনুমানিক ছয়টায় আমি আমার বোনের মৃত্যু সংবাদ পাই আমার বোনের রুমে গিয়ে দেখতে পারি বোনজামাই ঘরের ফলোর থেকে আমার বোনকে কোলে নিয়ে খাটে শোয়াচ্ছে এবং সাথে আমরা থানায় যোগাযোগ করি আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করি।
তদন্ত কর্মকর্তা বলেন, এলাকাবাসীর সহযোগিতায় মৃত নুরতাজ এর স্বামী ও ভাসুর ফজলুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।