আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন নৌকা সমর্থককে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭দিন করে বিনাশ্রম কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) রাতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০১৬ এর ৩১ ধারায় তাদের কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ৩ নৌকা সমর্থকরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মোঃ আলতাফ হোসেন হাওলাদারের পুত্র মোঃ আবু জাফর হাওলাদার (২৪), মোঃ ইউনুস মিয়ার পুত্র মোঃ হাসান মিয়া (২৪) ও একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোঃ বাদশা মিয়ার পুত্র মোঃ রাব্বী মিয়া (২৪)। এরা সকলেই নৌকা প্রতীকের সমর্থক।
অপরদিকে আজ (শুক্রবার) সকালে সাংবাদিকদের কাছে নিশানবাড়িয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ করেছেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল ফরাজী।