নারায়ণগঞ্জের ফতুল্লায় গাঁজা সহ শাহিদা ওরফে পরিমনি (৪৫) কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রবিবার (৫ জুন) রাতে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত শাহিদা ওরফে পরিমনি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আব্দুর বারেকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) ও সহকারী উপপরিদর্শক সিরাজ মাতাব্বুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে শাহিদা ওরফে পরিমনির নিজের ঘর থেকে আটক করা হয় তাকে। এ সময় তার নিকট থেকে ১৯৫ পুরিয়া গাঁজা সহ ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।