রাজধানীর জুরাইন ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে জুরাইন রেলগেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট নিশান ও তার স্বামী রনি মোটরসাইকলযোগে জুরাইন রেলগেটের রাস্তার উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন ও ট্রাফিক কনস্টেবল সিরাজ তাদের গতিরোধ করেন।পরে নিশান নিজেকে অ্যাডভোকেট পরিচয় দিয়ে সার্জেন্ট আলী হোসেনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে রনি মোটরসাইকেল থেকে নেমে সার্জেন্ট আলীকে ধাক্কা দেয়। এ ছাড়া অ্যাডভোকেট নিশান তাকে হয়রানি করা হচ্ছে বলে চিৎকার করতে থাকেন। তখন কতিপয় উৎসুক জনতা সার্জেন্ট আলীর ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন।
আহতরা হলেন ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন, শ্যামপুর থানার এসআই উৎপল কুমার অপু ও কনস্টেবল মো. সিরাজুল ইসলাম।
ভাঙচুরের সময় টি আই বিপ্লব ভৌমিকসহ অন্যান্য পুলিশ সদস্যরা ট্রাফিক বক্সের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে শ্যামপুর ও কদমতলী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সার্জেন্ট আলী হোসেনসহ ৩ পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওয়ারী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার জানান, এটি একটি পরিকল্পিত হামলা। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট নিশান ও তার স্বামী রনি মোটরসাইকলযোগে জুরাইন রেলগেটের রাস্তার উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন ও ট্রাফিক কনস্টেবল সিরাজ তাদের গতিরোধ করেন।