নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগরে নদীর সাথে সংযুক্ত খাল বন্ধ করে দিয়ে ফসলী জমির মাটি কেটে নিচ্ছে একটি ভূমিদস্যু চক্র। শুধু তাই পানি ছিটিয়ে না নেওয়ায় ধুলাবালিতে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। এতে করে হাচিঁ কাশি সহ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোর, বৃদ্ধ সহ নানান বয়সী মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর নাম ব্যবহার করে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র ৩ ফসলী জমির মাটি দীর্ঘ দিন যাবত কেটে নিয়ে পাশ্ববর্তী ইটভাটা গুলোতে বিক্রি করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
ধুলাবালিতে পরিবেশ দূষন হলেও সেদিকে তাদের খেয়াল নেই।
একটি সুত্র হতে জানা যায়, আবাসিক ও কৃষি এলাকার ২ কিলোমিটারের মধ্যে কোন ইটভাটা থাকবেনা।সে শর্ত না মেনে গোপালনগরে একাধিক ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটার ধোঁয়া ও ডাষ্টে কৃষি জমি সহ আশপাশের বাড়ি ঘরের পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে।
নদী সংলগ্ন খাল মাটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। যাতে করে জমিতে নদীর পানি প্রবেশ না করতে পারে।এতে তাদের মাটি কাটতে সুবিধা হলেও বৃষ্টির পানিতে এলাকা তলিয়ে যাবার শতভাগ সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসীর দাবী দ্রæত খাল খুলে দেয়া না হলে বৃষ্টির পানিতে উত্তর গোপালনগর সহ আশপাশের এলাকা তলিয়ে গিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি হবে।
ভূমিদস্যু চক্র স্থানীয় চেয়ারম্যান শওকত আলীর লোক হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না হয়রানির ভয়ে।
এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী জানান,খাল বন্ধ করে মাটি কাটছে এ বিষয়ে কেউ এখনও পর্যন্ত আমার কাছে বলেনি। যদি কেউ বলে তাহলে ব্য