শফিকুল ইসলাম শফিকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের শাহী বাজার এলাকায় নুরুল ইসলাম কন্টাকটারের রডের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
গভীর রাতে একটি ট্রাক এসে দোকানের সামনে রেখে ট্রাক থেকে লোকজন নেমে অস্ত্র ঠেকিয়ে দারোয়ানকে বেঁধে রেখে ট্রাকে লোড করে ২ টন রড।
পরে চটপট সবাই গাড়ীতে উঠে গাড়ী চালিয়ে চলে যায়। এমনটিই জানিয়েছে দাড়োয়ান। ঘটনাটি ঘটেছে ৭ জুন দিবাগত রাতে।
এই বিষয়ে দোকানের মালিক বলেন বাজারে দুই পাশে আরও দুইজন দারোয়ান রয়েছে কিন্তু তারা কিছু বলতে পারছে না ঘটনাটি দুঃখজনক। থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলে দেখি যদি এ বিষয়ে কোন সমাধান না পাই তারপর বিষয়টি থানাকে অবগত করব।