তারিখ : জুন, ৯, ২০২২, | নিউজটি পড়া হয়েছে :
১৪৩ বার
নারায়ণগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকায় ঘটনাটি ঘটেছে ।
নিহতরা হলেন, ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে ঝা হন।
ঘটনা সূত্র জানা গেছে, প্রচন্ড বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী ঘরের গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।এ ঘটনা দেখে ঘরের অন্য দুই ঝা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারা উভয়ে বিদ্যুৎপৃষ্ট হন।
নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, অভিযোগ না থাকায় মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয় বিদারক দৃশ্যে বাতাস ভারি হয়ে উঠেছে।