পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা, বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানোর সময় অর্থ হাতিয়ে নেয়াসহ ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মহিলাদের কু-প্রস্তাবসহ স্থানীয় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছে বিতর্কিত পুলিশের সোর্স রহমান মাহমুদ। যদিও রহমান দিনে পাসপোর্ট অফিসে দালালী করেন কিন্তু রাতে হয়ে উঠেন ভয়ঙ্কর পুলিশের সোর্স।
পুলিশের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে হয়রানী করে আসলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না ফতুল্লা মডেল থানা পুলিশ। অথচ পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে পুলিশের সিনিয়র কর্মকর্তারা বিতর্কিত পুলিশ সোর্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষনা দিলেও তা বাস্তবে প্রতিফলন করে দেখাচ্ছে না বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন। স্থানীয় পুলিশের সুনাম নষ্ট করার পেছনে দায়ী রহমানের মত বিতর্কিত সোর্সদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে একদিকে যেমন অপরাধ প্রবনতা হ্রাস পাবে অপরদিকে পুলিশের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে উজ্জ্বল হবে বলেও সচেতন মহলের অভিমত।
সূত্রে জানা যায়, বেপরোয়া হয়ে উঠেছে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকার বাবুল মাহমুদের ছেলে পুলিশ সোর্স রহমানসহ তার সহযোগীরা। ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকার মাদকের অন্যতম গডফাদার সাদ্দাম মাহমুদ বদুর আপন বড়ভাই হচ্ছে এই পুলিশ সোর্স রহমান মাহমুদ ওরফে সোর্স রহমান। আপন ছোট ভাই সাদ্দাম মাহমুদ বদুর মাদক ব্যবসায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে পুলিশ সোর্সের খাতায় নাম লিখায় এই রহমান মাহমুদ ওর সোর্স রহমান।





















