নারায়ণগঞ্জের ফতুল্লা তক্কার মাঠে অজ্ঞাত পরিচয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইস্ট কোস্ট গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এরপর থেকে কারখানার সামনের সড়ক একে বারেই নিরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্দ হয়ে যায়। আমরা এসময় কেউ বাহিরে বের হইনা। রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেইটের ফুটো দিয়ে বাহিরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষন লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষনিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি.
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, রাস্তা পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে এবং হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





















