নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের কারণে আড়াই বছরের মেয়ে শিশু জান্নাতুলকে মা সাবরিনা আক্তার শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা সারমিন আক্তার বলেন, ৩ বছর আগে প্রেম করে শাকিল নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে জান্নাতুল নামে একটি কন্যা সন্তান জন্ম নেয়। শিশুটির ছয় মাস বয়সে স্বামী অন্যত্র আরেকটি বিয়ে করে চলে যায়। এরপর থেকে বাবা মার কাছে থাকেন তিনি। বিভিন্ন সময়ে পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের কারণে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। শিশুটি নড়াচড়া না করায় প্রথমে মায়ের বাসায় নিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে জানায় পরিবারের লোকজনকে। পরে শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক হুমায়ন কবির জানান, পারিবারিক অশান্তি ও অভাব-অনটনের কারণেই শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাকে আটক করা হয়েছ।





















