তারিখ : জুলাই, ৭, ২০২২, | নিউজটি পড়া হয়েছে :
১৮৫ বার
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।
বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৬ জুলাই রাত ০২.৩৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মাস্ট্যান্ড এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
খলিলুর রহমান বাবু ও ইলিয়াস মিয়া নামক পেশাদার ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মীর কায়েস এর নেতৃত্বে চৌকস দলটি অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৬, তারিখ- ৬/৭/২০২২ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম মোঃ খলিলুর রহমান ওরফে বাবু(৪৫), পিতা- মৃত আঃ সামাদ প্রধান, সাং- চেয়ারম্যান বাড়ী, বার্মা স্ট্যান্ড পদ্মা ডিপো বাঘপাড়া প্রধান বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ও মোঃ ইলিয়াস মিয়া(৩৮), পিতা- মৃত আব্দুল খায়ের, গ্রাম- বরুলীয়া (বড় তুলা), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, বর্তমানে কদমতলী (কদমতলী কলেজ পাড়া শাহজাহান সাহেবের বাড়ী।), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।