জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় বন্দর থানায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা প্রায় সকলেই ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের পালিত সন্ত্রাসী বলে জানা যায়।
গত রোববার (১৭ জুলাই) রাতে আহত সাংবাদিকের স্ত্রী আইরিন সুলতানা রুমা বাদী হয়ে সন্ত্রাসী শাহজাহান মোল্লাসহ ১৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের ওই রাতেই বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হামলাকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত হামলাকারিরা হলো বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার জাকির হোসেন মোল্লা ওরফে জাক্কার মিয়ার সন্ত্রাসী ছেলে মামলার ৪নং এজাহারভথক্ত আসামী বাবু মোল্লা ওরফে রাজিব (২৬) একই এলাকার শাহজাহান মোল্লা মিয়ার ছেলে ১৪ নং এজাহারভথক্ত আসামী শান্ত (৩০) । পুলিশ গ্রেপ্তারকৃত হামলাকারিদের ওই মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। যার মামলা নং ৩১(৭)২২ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩২৯/ ৪১৭/ ৩৭৯/৩০৭/ ১১৪/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। উল্লেখ্য গত রোববার (১৭ জুলাই) সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় শেখ জামাল স্কুলের এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বাহিনী লোকজন।
এলাকাবাসীর মাধ্যমে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার ঘটনার সংবাদ পেয়ে বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা সংবাদ সংগ্রহ করার জন্য মটর সাইকেল যোগে দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বাহিনী প্রধান শাহজাহান মোল্লা ওরফে সাজা, জাকির হোসেন মোল্লা ওরফে জাক্কার,কাইয়ুম, হৃদয়, লতিফ, বাবু মোল্লা, জিহাদ, সিফাত, ইমরান, বকুল, মাঈনউদ্দিন, ইন্দর আলী, সোহাগ, শান্ত, শাকিল, রাসেল, শুভ,শরীফ ও আক্তারসহ অজ্ঞাত নামা ৩০/৪০ জন সন্ত্রাসী লাঠীসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক নূরজ্জামানের উপর অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা সাংবাদিক নূরজ্জামানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। ওই সময় হালাকারিরা সাংবাদিককে বেদম ভাবে পিটিয়ে নগদ টাকা ও সাংবাদিকের ব্যবহারকৃত মটর সাইকেলটি ব্যাপক ভাংচুর করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারি কর্মকতা বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হামলাকারিকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।