নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা থেকে বাড়ী ফেরার পথে শহরের নবীগঞ্জ ঘাটে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু ঘটেছে।
শুক্রবার ( ১৪ অক্টোবর ) রাত সাড়ে ৯ টায় দিকে নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায় নৌকায় থাকা ১৪ জনের মধ্যে শাওন, জীম ও রিফাত নামের তিনজন নিহত হয়। এদের বয়স ১৭,১৮ ও ২০ বছর। তারা সকলেই নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার ও খানপুর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকা ডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নারায়ণগঞ্জ থেকে নবীগঞ্জ মেলায় ঘুরতে গেলে মেলা শেষে বাসায় ফেরার পথে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় নবীগঞ্জ ঘাটে একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে একটি নৌকা ডুবে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আরো নিখোঁজ আছে কিনা বা নৌকাতে কতো জন যাত্রী ছিলো ফায়ার সার্ভিস তা জানাতে পারেনি, তবে উদ্ধার কাজ অব্যহত রয়েছে।