দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও তৌহিদ এলাহী ।
গতকাল সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার রয়েল রিসোর্ট হল রুমে সোনারগাঁ উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মোঃ রেজওয়ান-উল- ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া,বিদায়ী ইউএনও তৌহিদ এলাহী,নবাগত ইউএনও মোঃ রেজওয়ান-উল-ইসলাম,সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম,সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
আলোচনা শেষে অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও তৌহিদ এলাহীকে। এ সময় নবাগত ইউএনও মোঃ রেজওয়ান-উল-ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিষ্ট্যান্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।