প্রেস বিজ্ঞপ্তি :ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেটের সম্পাদক কাজী আনিসুর রহমান রবিবার(৩০ নভেম্বর) ভোরে সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি আবর মক্কার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্ব পালন করতে রওয়ানা দিয়েছেন। মক্কায় পবিত্র ওমরা পালন শেষে তিনি মদিনায় হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী ১৫ নভেম্বর দেশে ফিরবেন। তার সঙ্গে স্ত্রী অ্যাডভোকেট অজুফা বেগম ও ছোট ছেলে আবরার আমিন কাজী সাদাত হজ্ব পালন করতে গেছেন। তিনি ফতুল্লাবাসীসহ নারায়ণগঞ্জ বাসীর নিকট মহান আল্লাহ যেন তার ওমরা সফর সফল করেন এ জন্য দোয়া কামনা করেছেন।