ফতুল্লার হরিহরপাড়া শীষমহল কৃষ্ণকলি পূজা কমিটির সাবেক সভাপতি জয়দেব দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শীষমহল এলাকার যুব সমাজ। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীণ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। উক্ত পূজা কমিটির সাবেক সভাপতি জয়দেব দাসের মৃত্যুকে এক আলোচনা সভায় শীষমহল যুব সমাজের অহংকার পিযুস চন্দ্র দাসসহ স্থাণীয় যুব সমজের অনেকে জয়দেব দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান এবং তার পরিবারের জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেন তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রনি কুমার দাস, ব্যবসায়ী সুবল চন্দ্র দাস, সুজিত চন্দ্র দাস, রাজীব চন্দ্র দাস, সাগর দাস, রপিন দাস, বরুন চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস, মিঠু চন্দ্র দাস, সজল দাস, পলাশ দাস, লোকনাথ দাস, জয় দাস প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘদীন ধরেই সাদা মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত জয়দেব দুরারোগ্য ব্যধিতে ভোগছেন। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে ঢাকা বক্ষব্যধি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে ঢাকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেন। গত সোমবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরন করেন জয়দেব।