ফতুল্লার মুন্সিবাগ দারুন কাবার ইসলামীয়া আলীম মাদ্রাসার আলিমি পরীক্ষার্থীদের বিদায় ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কতুপুরের মুন্সিবাগে বৃহস্পতিবার (৩ নভেম্বর)সকালে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক মুন্সী। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড, একটা সঠিক সিদ্ধান্তই পারে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিখরে পৌঁছে দিতে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন শিক্ষা জীবন হচ্ছে কঠিন একটা সিঁড়ি এই সিঁড়ি যদি পাড়ি দিতে পারো তাহলে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে ।
এসময় আরো বক্তব্য রাখেন অত্র এলাকার মোঃ শাহ আলম হোসেন, মাদ্রাসার অন্যান শিক্ষক দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম সেলিম ওসমানের আরোগ্য কামনা করে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম শামীম ওসমান ও শিক্ষার্থীদের এবং উক্ত মাদ্রাসা মুন্সীবাগ দারুন কাবার ইসলামিয়া আলীম মাদ্রাসার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।