আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন ফতুল্লা থানা যুবলীগ নেতা হাজি মো.আজমত আলী।
একান্ত আলাপকালে তিনি জানান, শুক্রবার আমাদের জন্য অন্যতম একটি দিন ও মুহুর্ত। ৪৯ বছর পুর্বে অথ্যাৎ ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি বাংলঅদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবলীগের রাজনীতির সাথে জড়িত প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে জড়িয়ে এবং আমাদের সকলের প্রানপ্রিয় নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ একেএম শামীম ওসমান ভাইয়ের দিকনির্দেশনায় নারায়ণগঞ্জে যুবলীগের রাজনীতির সাথে জড়িত আমরা সবাই দলে জন্য নিবেদিত প্রান হয়েই কাজ করছি। আগামী ১১ নভেম্বর দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশ সফল করবো ইনশাল্লাহ। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে প্রায় ২৫ হাজার যুবলীগের নেতাকর্মী ঢাকা সমাবেশে যুক্ত হয়ে সমাবেশকে আরো গতিশীল করে তুলবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়তে যুবলীগের প্রতিটি নেতাকর্মী বদ্ধপরিকর। একটি সুন্দর ও উন্নয়নশীল দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আমাদেও প্রানপ্রিয় নেতা শামীম ওসমান ভাইয়ের নির্দেশে আমরা যুবলীগের নেতাকর্মী পুর্বে যেমনই গতিশীলভাবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছি আগামীতেও এর ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।