আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদের হল রুমে দিন ব্যাপী মাদক বিরোধী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনার এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন এর উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার অ্যাডঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ।